বিয়ানীবাজারে বিয়ে বাড়ির আনন্দ নিমিষেই বিষাদ, কারচাপায় ভাতিজি নি’হত (আপডেট)

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ে হয়েছে রবিবার, সোমবার ওয়ালিমা’র দিন বাড়ির সবাই সাজগোজে ব্যস্ত। মুহুর্তেই একটি দুর্ঘ’টনা বিয়ের আনন্দে ভাটা পড়ে বিষাদের ছায়া পড়ে পুরো বাড়িতে। বরবেশে চাচা ফ্রান্স প্রবাসী ফাহিম আহম’দের কারের চাপায় ১৮ মাস বয়সী ভাতিজির ম’র্মা’ন্তিক মৃ’ত্যুর ঘটনা ঘটে। পৌর এলাকার একটি সেন্টারে ওয়ালিমা’র অনুষ্ঠানটি থমকে যায়। আত্নীয়-স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজে’লার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ম’র্মা’ন্তিক দুর্ঘ’টনা ঘটে।
নি’হত শি’শুর নাম ফাইজা জান্নাত । সে উপজে’লার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের আলতাফ হোসেনের ছোট কন্যা।
স্থানীয়রা জানান, গত রোববার বিয়ের পিড়িতে বসেন ওই এলাকার আলতাফ হোসেনের ছোটভাই ফ্রান্স প্রবাসী ফাহিম আহম’দ। সোমবার ওয়ালিমা’র দিন অনুষ্ঠানে যোগ দেবার সময় অসাবধানতাবসত বরের কারের নিচে তার ১৮ মাস বয়সী ভাতিজি জান্নাত চাপা পড়ে। পরে গুরুতর আ’হত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করেন।
সিলেট যাওয়ার পথে রাস্তায় সে মা’রা যায় বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।