দুবাগের গজুকা’টা বালু মহাল ইজারা তালিকা থেকে বাদ, স্থানীয়দের মধ্যে স্বস্তি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের গজুকা’টা বালু মহাল আর ইজারা দেবে না সরকার। কুশিয়ারা নদীর ভাংঙ্গনে এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় এলাকাবাসীর আবেদনের পর স্থানীয় প্রশাসন বালু মহালটি ৬ নম্বর রেজিষ্ট্রার থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে উপজে’লা ভূমি অফিস থেকে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওম’র ফারুক জানান, দীর্ঘ দিন থেকে গজুকা’টা বিডিয়ার ক্যাম্প সংলগ্ন কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দিয়ে সরকার বিপুল রাজস্ব আদায় করতো। বালু মহাল থেকে বালু উত্তোলন করতে টুকরী ও কোদাল ব্যবহারের নির্দেশনা থাকলেও একটি মহল কৌশলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকে। আর এরই ফলে গজুকা’টা বিজিবি ফাঁড়িসহ এলাকায় ব্যাপক ভাংঙ্গন দেখা দেয়।
এ নিয়ে এলাকাবাসী সরকারের উপর মহলে আবেদন নিবেদন করলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সম্প্রতি উপজে’লা পরিষদের সভা’র সিদ্ধান্তে গজুকা’টা বালু মহাল ইজারা তালিকা থেকে বাদ দেওয়া হয়। উপজে’লা সহকারী কমিশনার খুশনুর রুবাইয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বালু মহাল ইজারা তালিকা থেকে বাদ দেওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের ব’ন্যা বইছে।।