রাজনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছেন দুইজন। আ’হতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, অ’পরজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতা’লে চিকিৎসাধীন।
বুধবার (১১ মে) বিকেলে উপজে’লার ফতেপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের চিড়াখালদী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নি’হতের পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজে’লার ফতেপুর ইউনিয়নের চালবন্দ গ্রামের বর্গাচাষি সাদেক আলী (৬০) কাওয়াদিঘি হাওরের চিড়াখালদী এলাকায় ধান কাটতে যান। তার ছে’লে কা’মাল হোসেন (২০) ও জামাতা আবাছ মিয়া (৪০) সঙ্গে ছিলেন।
বিকেলে হাওরে বজ্রপাত হলে সাদেক আলী ঘটনাস্থলে মা’রা যান। তার সঙ্গে থাকা ছে’লে ও জামাতা আ’হত হন। পরে স্থানীয়রা নি’হতের ম’রদেহ উ’দ্ধার করে বাড়িতে নিয়ে যান ও আ’হতদের মধ্যে তার জামাতা আবাছ মিয়াকে মৌলভীবাজার হাসপাতা’লে ভর্তি করেন।
এ বিষয়ে ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য সোহেল মিয়া বলেন, বজ্রপাতের নি’হত সাদেক আলীর ম’রদেহ বাড়িতে নেওয়া হয়েছে। আ’হতদের চিকিৎসা চলছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে জানানো হয়েছে।