সুনামগঞ্জ
সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজে’লার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে বজ্রপাতে আব্দুস সোবহান (৪০) নামের এক কৃষক নি’হত ও দুইজন গুরুতর আ’হত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার(১৩ মে) বিকেলে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়াইগ্রামের আশিকুর রহমানের ছে’লে, এক ভাই ও ভগ্নিপতি আব্দুস সোবহান।বিকালে প্রচুর বজ্রবৃষ্টি হলে বজ্রপাতের আ’ঘাতে তার ভাই রফিক আলী ও ছে’লে রিপন আহম’দ এবং তাঁর ভগ্নিপতি গুরুত আ’হত হন।
আ’হতদের আশ’ঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাঁর ভগ্নিপতিকে মৃ’ত ঘোষণা করেন।
নি’হত আব্দুস সোবহান শান্তিগঞ্জ উপজে’লার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুড়ি গ্রামের বাসিন্দা।বজ্রপাতে নি’হতের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত(কর্মক’র্তা) ওসি মো.খালেদ চৌধুরী।