মৌলভীবাজার
মৌলভীবাজারে সড়ক দুর্ঘ’টনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃ’ত্যু।

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজে’লার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন লাল দেব (৬৫) সড়ক দুর্ঘ’টনায় মৃ’ত্যু হয়েছে।
রোববার (২২মে) বিকেল. সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার শেরপুর সড়কের মনুরমোখ ইউনিয়নের কমপ্লেক্স এর সম্মুর্খে এ ঘটনা ঘটে।অরুন লাল দেব রাজনগর উপজে’লার গনেশপুর গ্রামের মৃ’ত রজনী কান্তের ছে’লে।
স্থানীয়রা জানান,একটি দাঁড়ানো বাস এর পিছনে অরুণ লালের মাইক্রোবাসটি ধাক্কা দিলে তিনি গুরুতর আ’হত হন পরে তাকে স্থানীয়রা উ’দ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতা’লে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থা’না অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান লা’শ ময়নাত’দন্তের জন্য সদর হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়েছে।